fbpx
হোম জাতীয় চট্টগ্রামে বইমেলায় আটক যুবক জঙ্গি সংগঠনের সদস্য
চট্টগ্রামে বইমেলায় আটক যুবক জঙ্গি সংগঠনের সদস্য

চট্টগ্রামে বইমেলায় আটক যুবক জঙ্গি সংগঠনের সদস্য

0
চট্টগ্রামে বইমেলা থেকে আটককৃত যুবক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

বুধবার মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত সোমবার তাকে আটক করা হলেও আজ বুধবার তাকে গ্রেপ্তার দেখিয়ে কোতোয়ালী থানার মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমেল জানিয়েছে, একুশে ফেব্রুয়ারি পালন খাম্বা ও পিলার পূজা করার সমতুল্য। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যারা বইমেলার আয়োজন করেছে তারা ‘তাগুত’ অর্থাৎ সীমা লঙ্ঘনকারী। তাগুতদের আয়োজিত বইমেলায় হামলার উদ্দেশ্যেই তিনি এসেছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবক রুমেল চান্দগাঁও এলাকায় একটি কারখানায় কাজ করে। নরসিংদীর বেলাবো উপজেলায় তার বাড়ি। বইমেলায় হামলার জন্য রুমেল সেখানে গিয়েছে এবং তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী যোগ দেয়ার কথা ছিল।

পুলিশ আরও জানায়, অপ্রচলিত অ্যাপস ব্যবহার করে তারা সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। সরকার উৎখাত করে ইসলামী শরীয়াহ ও খেলাফতভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় তারা। তার কাছ থেকে উস্কানিমূলক বিভিন্ন ধরনের লিফলেট ও জঙ্গি সংশ্লিষ্ট আলামত জব্দ করেছে পুলিশ।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত বইমেলা থেকে রুমেলকে আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিট। একইদিন বইমেলা থেকে আরও এক মাদ্রাসা ছাত্রকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করেছিলো। পরে তাকে নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে উগ্রপন্থি কর্মকাণ্ড নিয়ে কোনও তথ্যপ্রমাণ না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *