fbpx
হোম অন্যান্য চট্টগ্রামে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিজয় দিবস উদযাপন
চট্টগ্রামে ছাত্র, যুব ও  শ্রমিক অধিকার পরিষদের বিজয় দিবস উদযাপন

চট্টগ্রামে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিজয় দিবস উদযাপন

0

১৬ই ডিসেম্বর ঐতিহ্য গৌরবময় বিজয়ের ৪৯তম বছর পদার্পন, মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ।

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় র‌্যালিটি  কাজির দেউরি মাঠ থেকে শুরু হয়ে লাভ লাইন, এনায়েত বাজার, নিউমার্কেট, কোতোয়ালি মোড়, লালদিঘি, সিনেমা প্যালেস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এতে নেতৃত্ব দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন।

কর্মসূচিতে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতারা বলেন, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকায় স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশেও বিভিন্ন সময়ের শাসকেরা গণতন্ত্রকে শৃঙ্খলবদ্ধ করার চেষ্টা করেছে। গণতন্ত্রকে শৃঙ্খল করার চেষ্টা করা হলেও সবসমই তরুণ ছাত্রসমাজই এর প্রতিবাদ করেছে। আগামীতেও করবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সভাপতি এরশাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমির জুয়েল।চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জুবায়ের। চট্টগ্রাম শ্রমিক অধিকার পরিষদের প্রধান সমন্বয়ক শফিকুল ইসলামসহ প্রায় পাঁচশত নেতা-কর্মী।

Like
Like Love Haha Wow Sad Angry
6

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *