fbpx
হোম অন্যান্য চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0

নানা আয়োজনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম মহানগর শাখার নেতা-কর্মীরা ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় স্বাধীনতা কমপ্লেক্সে জাতীয় সংগীত এর মাধ্যমে কর্মসূচি শুরু হয় ।

ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহবায়ক সাকিব চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠে সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার ও সংরক্ষণ পরিষদ । বাংলাদেশে ভোটার বিহীন যে রাজনীতির চর্চা চলছে, মিথ্যাচার, অত্যাচার ও অনিয়মের যে উৎসব চলছে সেগুলো পাশ করিয়ে একটি নতুন বাংলাদেশ নির্মfণে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্র অধিকার পরিষদ ।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন আকাশ বলেন, ১৯৭১ সালে বৈষম্যহীন সোনার বাংলা গড়তে এ দেশ স্বাধীন হয়েছিল । কিন্তু স্বাধীনতার ৪৯ বছর পরেও আমাদের বৈষম্যর বিরুদ্ধে লড়াই করতে হয় ।

এসময় ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহবায়ক আরিফুল হক তায়েফের সঞ্চলনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উক্ত সংগঠনের যুগ্ম আহবায়ক এরশাদুল ইসলাম । এবং উক্ত স্থানে কেক কাটেন সংগঠনটির নেতা-কর্মীরা । উল্লেখ্য, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *