fbpx
হোম জাতীয় গণমাধ্যমকে গুজব ও অপপ্রচারমুক্ত করার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
গণমাধ্যমকে গুজব ও অপপ্রচারমুক্ত করার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

গণমাধ্যমকে গুজব ও অপপ্রচারমুক্ত করার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

0

দেশের গণমাধ্যমকে গুজব ও অপপ্রচারমুক্ত করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এ সময় তিনি বলেন, ‌‘সরকারের সমালোচনা থাকবে। তবে সঠিক তথ্যের ভিত্তিতে করতে হবে।’
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (এটকো) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‌‘অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনতে চায় সরকার। সেই সঙ্গে সবার জন্য মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। গণতন্ত্রের স্বার্থে সরকার তথ্যের অবাধ স্বাধীনতা চায়।’অপতথ্য ও গুজবমুক্ত গণমাধ্যম গড়ে তুলতে বেসরকারি টেলিভিশনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘উদ্দেশ্যমূলক ভুল তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করলে তা রুখে দিতে হবে।’

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *