fbpx
হোম বিনোদন ক্যারিয়ারের সেরা ছবির অপেক্ষায় আরিফিন শুভ
ক্যারিয়ারের সেরা ছবির অপেক্ষায় আরিফিন শুভ

ক্যারিয়ারের সেরা ছবির অপেক্ষায় আরিফিন শুভ

0

জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার পর নিজের শিল্পী জীবনের এক তৃপ্তির কথা বলেন অভিনেতা আরিফিন শুভ। তিনি বলেন, ‘আর যদি কোনও চরিত্রে অভিনয় করা না হয় কিংবা পৃথিবী থেকে বিদায় নিতে হয়, তাতে কোনও আফসোস বা আক্ষেপ থাকবে না’।
এর আগে গণমাধ্যমকে আরিফিন শুভ বলেন এই ছবিতে তার যুক্ত হবার কথা। অনেকেই যখন তাকে ভাবছিলেন বিভিন্ন জনের সুপারিশেই তাকে নেয়া হয়েছে। কিন্তু আরিফিন শুভ নিজেই সে ভুল ভাঙান। তিনি বলেন, ‘এই ছবিতে তাকে সিলেক্ট করার জন্য একাধিকবার অডিশন দিতে হয়েছিল। কলকাতায় প্রথম তাকে অডিশন কল করা হয়। সেখানে গিয়ে প্রথম দিনের অডিশনে কিছুই জানাননি যে তাকে নেয়া হবে কী না। এমনকি আরিফিন শুভ তখন কেবল যে কোনো একটি চরিত্রে কাজের জন্যই অডিশন দিচ্ছিলেন। সিলেকশন বোর্ড ও শ্যাম বেনেগাল টীমও জানাননি কাকে কোন চরিত্রের জন্য অডিশন নেয়া হবে।
আরিফিন শুভ বলেন, ‘আমি এত বড় ক্যানভাসে আসলে থাকতে চেয়েছিলাম। সেটা যেই চরিত্রই দেয়া হোক না কেন। সেটিই আমার জন্য সম্মানজনক ছিল। কিন্তু যেদিন আমাকে জানানো হলো…পরপর কয়েকটা অডিশনের পর। সেদিন থেকে আমার জীবনের সকল অপ্রাপ্তি যেন মুছে গেলো। এখন ছবিটির মুক্তির অপেক্ষায় আমি।’
একই সাথে বঙ্গবন্ধুকে সেলুলয়েডে ধারণ করা প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘আমার এই ছবিটি করতে গিয়ে প্রচুর পড়াশোনা করেছি। সত্যি বলতে কী, তিনি আমাদের মহান নেতা, এটুকু আমরা সবাই জানি। কিন্তু তার যে যাপিত জীবনের সংগ্রাম। আত্মত্যাগ এটা তাকে নিয়ে না পড়লে বুঝা যাবে না। এই চলচ্চিত্রে তার অনেকখানি বিষয় আছে… যা আপনাকে আবেগাপ্লুত করবে।’
উল্লেখ্য, বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়ে ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়। গত বছর ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চলচ্চিত্রটির প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়।বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ছবিটির পরিচালক ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশে সিনেমাটি ছাড়পত্র পেলেও ছবিটির ভারতে সেন্সর ছাড়পত্রের বিষয়টি প্রক্রিয়াধীন। সেখানে ছাড়পত্র পেলেই জানানো হবে মুক্তির চূড়ান্ত তারিখ। অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে বাংলায় রূপায়িত করা হয়। মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায়, বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্য ধারণ করা হয়। ঐতিহাসিক এই সিনেমায় প্রায় দেড় শ চরিত্রের মধ্যে শতাধিক বাংলাদেশি শিল্পী অভিনয় করেছেন। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্য অভিনয়শিল্পীর মধ্যে আছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, খায়রুল আলম সবুজ, গাজী রাকায়েত, সায়েম সামাদ, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, প্রার্থনা দীঘিসহ অনেকেই। এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র। গান লিখেছেন জাহিদ আকবর।

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *