fbpx
হোম জাতীয় কোরবানির হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ
কোরবানির হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ

কোরবানির হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ

0

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবার অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় সরকার গুরুত্ব দিলেও ঈদের আগে আকস্মিকভাবে নয় দিনের জন্য সব বিধি-নিষেধ তুলে দেওয়ার ঘোষণা এসেছে।

১৭ জুলাই থেকে রাজধানীর ২০টি হাটে কোরবানির পশু বিক্রি শুরু হবে। ঈদের আগে তাই বেচা-কেনার জন্য সময় থাকছে মাত্র চার দিন।

ফলে কোরবানির হাট যখন চলবে, তখন কোনো বিধি-নিষেধ থাকছে না; যদিও জনসমাগমের ঘটনা করোনাভাইরাস সংক্রমণ বাড়িয়ে দেয়। আর কোরবানির হাটে জনসমাগম তো ঘটবেই।

অন্যদিকে মহামারীর দেড় বছরে এখনই সবচেয়ে নাজুক অবস্থা চলছে দেশে; সংক্রমণ ও মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

সেক্ষেত্রে সংক্রমণ এড়াতে কী ব্যবস্থা- জানতে চাইলে দুই সিটি করপোরেশন কর্মকর্তারাই বলেন, এবার হাট ব্যবস্থাপনায় নতুন কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে- গায়ে জ্বর থাকলে কাউকে হাটে ঢুকতে দেওয়া হবে না, বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিরা হাটে ঢুকতে পারবে না, হাটে প্রবেশকারীকে গ্লাভস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ঢুকতে হবে। হাটে হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক সাবান রাখতে হবে। যত্রতত্র ময়লা–আবর্জনা না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে।

হাটে ঢোকা ও বের হওয়ার জন্য আলাদা গেইট থাকবে। হাটে ঢোকা, কেনাকাটা ও বের হওয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

এসব বিষয় ইজারাদারদের নিশ্চিত করতে হবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন বলেন, “শর্ত না মানলে ইজারা বাতিলও হতে পারে।”

সিটি করপোরেশন হাট ইজারা দেওয়ার সময় অবশ্য প্রতি বছরই নানা শর্ত দিয়ে থাকে। কিন্তু এসব ভঙ্গ হলে ইজারা বাতিলের কোনো সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *