fbpx
হোম অন্যান্য কিশোরগঞ্জে আরও ৪ জনসহ ১৫ জন করোনায় আক্রান্ত
কিশোরগঞ্জে আরও ৪ জনসহ ১৫ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জে আরও ৪ জনসহ ১৫ জন করোনায় আক্রান্ত

0

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে দুইজন চিকিৎসকসহ চারজন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে জেলার করিমগঞ্জ উপজেলায় দুইজন চিকিৎসক, পাকুন্দিয়া উপজেলায় একজন ও ভৈরব উপজেলায় একজন।

এর আগে কিশোরগঞ্জে ১১ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এনিয়ে জেলায় মোট ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টায় চেঞ্জ টিভি.প্রেসকে এ তথ্য জানান কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন এমন ৫০ জন রোগীর নমুনা সংগ্রহ করে গত ১২ এপ্রিল ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। এর মধ্যে সোমবার প্রতিবেদনে দুইজন চিকিৎসকসহ চার জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। এনিয়ে জেলায় ১৫ জন করোনা রোগী শনাক্ত হলো। তবে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কোভিড-১৯ পজেটিভ আক্তান্ত দুইজন রোগী এবং করোনা সন্দেহে পাঁচজন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে কোভিড-১৯ পজেটিভ কিশোরগঞ্জের দুইজন চিকিৎসাধীন। আর পজেটিভ অন্য ছয়জন তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

হাসপাতালে ও বাড়িতে থাকা রোগীদের শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভালো আছে বলেও জানান সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

Like
Like Love Haha Wow Sad Angry
182

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *