fbpx
হোম জাতীয় কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ
কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ

0

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী। জাতীয় কবির স্মৃতি বিজড়িত কুমিল্লায় দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসন, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র এবং নজরুল পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, সকাল ১০টায় কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে শিশু-কিশোরদের আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা এবং বিকেল ৫টায় আলোচনা, পুরস্কার বিতরণ এবং নজরুল সঙ্গীতানুষ্ঠান।

জাতীয় কবি ১৯২১ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত ৫ বার এসে ১১ মাস কুমিল্লায় অবস্থান করেন। এসময়ে তিনি মুরাদনগর জেলায় দৌলতপুরে আলী আকবর খান এবং শহরের কান্দিরপাড়স্থ ইন্দ্র কুমার সেনের বাড়িতে অবস্থান করেন।

কুমিল্লা অবস্থানকালে তিনি বিয়ে বন্ধনেও আবদ্ধ হন। কবি কুমিল্লায় অবস্থানকালে দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে পুকুর পাড়ে এবং শহরের রাণীর দীঘি, ঝাউতলা, রাণীর বাজার সড়কের বিভিন্ন স্থানে কবির লেখা কবিতা এখনো স্মৃতি হয়ে আছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের সহায়তায় শহরের বিভিন্ন স্থানের কবির স্মৃতি চিহ্ন পুণ:সংস্কার করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *