fbpx
হোম আন্তর্জাতিক করোনা সামলানোর কৌশলে এগিয়ে ভিয়েতনাম
করোনা সামলানোর কৌশলে এগিয়ে ভিয়েতনাম

করোনা সামলানোর কৌশলে এগিয়ে ভিয়েতনাম

0

জনসংখ্যার দিক থেকে দেখতে গেলে ছোট দেশই বটে ভিয়েতনাম। ৯ কোটি ৭০ লাখ মানুষের বাস। দেশটিতে যেভাবে তারা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।

ভিয়েতনামে এখন পর্যন্ত ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত মাত্র একজন। সেই আক্রান্ত ব্যক্তি বহিরাগত। এখনও পর্যন্ত ভিয়েতনামে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর নেই। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৯ জন। আর অ্যাক্টিভ কেস রয়েছে আর মাত্র ৪৯টি।

কীভাবে এই অসাধ্য সাধন করল ভিয়েতনাম ? যেখানে সারা বিশ্বের বহু দেশ করোনার তাণ্ডবে নাজেহাল ! করোনা নিয়ন্ত্রণে সফল দেশ হিসেবে উঠে আসছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও হংকংয়ের নাম। তবে ভিয়েতনামও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট সফল।

ইউরোপের একমাত্র দেশ হিসেবে মন্টেনেগ্রো করোনামুক্ত হয়েছে। ভিয়েতনামও এবার সেই পথেই। গত ৪০ দিনে সেখানে নতুন করে কারও করোনায় আক্রান্ত হওয়ার খবর নেই। সব থেকে অবাক করার মতো ব্যাপার, চীনের সঙ্গে সীমান্ত রয়েছে ভিয়েতনামের। তবুও তারা করোনা রোধে সফল।

ভিয়েতনামের জনগণ প্রথম থেকেই লকডাউন মেনে চলেছেন । সামাজিক দূরত্বও মেনে চলেছেন তারা। তবে এপ্রিলের শেষের দিকে সেখানে লকডাউন কড়াকড়ি তুলে নেওয়া হয়।

এরই মধ্যে ভিয়েতনামে বহু অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছে। স্কুল-কলেজও ছাত্র-ছাত্রীদের জন্য খোলা হচ্ছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার কিছু নির্দেশ এখনও রয়েছে। আর কয়েকদিনের মধ্যেই সেখানে জীবনযাত্রা পুরোপুরি স্বাভাবিক হয়ে যেতে পারে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *