fbpx
হোম অন্যান্য করোনা মোকাবিলায় মাঠে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিট
করোনা মোকাবিলায় মাঠে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিট

করোনা মোকাবিলায় মাঠে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিট

0

বর্তমান বিশ্বে একটি মহা দুর্যোগের নাম নভেল করোনা ভাইরাস। পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়েছে এই ভাইরাসের থাবা। ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। চারিদিক আতঙ্কে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

মানুষ থেকে মানুষের ছোঁয়ায় ছড়িয়ে পড়া এই ভাইরাস আজ মহামারিরুপে দেখা দিয়েছে। সামাজিক নানা সচেতনতার মধ্যে একজন থেকে আর একজনের দুরত্ব বজায় রাখা ছাড়া করোনা মহামারি থেকে রক্ষার আপাতত অন্য কেনো উপায় নেই।

তাই বাংলাদেশের এই কঠিন মুহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে করোনা প্রতিরোধে সমাজে সচেতনতার পাশাপাশি মাঠে থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন একদল উদ্যমী তরুণ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যতম ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবী সদস্যরা সেই ঝুঁকি নিয়ে দিনের পর দিন করোনা ভাইরাস মোকাবিলায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতাল, প্রশাসনিক ভবন, যানবাহন, এটিএমবুথ, বিভিন্ন ফার্মেসী, মসজিদসহ সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জীবাণুনাশক স্প্রে করে চলেছেন।

 

 

শুধু তাই নয়, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমন্ময়ে প্রতিদিন হ্যান্ডমাংকিং এর মাধ্যমে জনসাধারণকে সচেতন করা, পথচরীসহ নানা শ্রেণীর মানুষদের হাত ধোয়ার ব্যবস্থা, দরিদ্রদের মাঝে নিত্যপণ্য বিতরণ এবং নিজ সুরক্ষা নিশ্চিত করতে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা মানুষের মধ্যে যথাযথ পদক্ষেপগুলো কাজে লাগানোর জন্য উৎসাহ দিয়ে আসছেন।

 

 

তাদের এই অসাধারণ পথ চলা থেমে নেই। করোনার বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রত্যাশা করেন, দেশে ছড়িয়ে থাকা অন্যান্য সামাজিক সংগঠনগুলো নিজ দায়িত্বে দেশের এই ক্রান্তিলগ্নে এগিয়ে আসুক। আর সচেতনতার মধ্য দিয়ে বিদায় হোক করোনা ভাইরাস।

 

ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের অসাধারণ কার্যক্রমের বিস্তারিত ভিডিওচিত্র আসছে খুব শীঘ্রই। দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চেঞ্জ টিভির ইউটিউব চ্যানেলে।লিংক…https://www.youtube.com/watch?v=SNJh6cM-JIU

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *