fbpx
হোম অন্যান্য করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে দেশে দেশে
করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে দেশে দেশে

করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে দেশে দেশে

0

এক দেশ থেকে অন্য দেশে দ্রুত করোনা ভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্য ও আফ্রিকার এই স্ট্রেইন বিভিন্ন দেশে পাওয়া গেছে।

গতকাল বুধবার এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

বলা হয়েছে, এখন পর্যন্ত যুক্তরাজ্যে স্ট্রেইন পাওয়া গেছে ৭০টি দেশে। আর দক্ষিণ আফ্রিকায় স্ট্রেইন ছড়িয়েছে ৩১টি দেশে। এই স্ট্রেইনের নাম দেয়া হয়েছে ভিওসি ২০২০১২/০১। যা পূর্ববর্তী করোনা থেকে কয়েকগুণ দ্রুত ছড়ায়। গত সাত দিনেই এই স্ট্রেইন ১০টি নতুন দেশে ছড়িয়ে পড়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এসব নতুন ভ্যারিঅ্যান্টে সংক্রমণ মাত্রার ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কি না কিংবা এসব ভ্যারিঅ্যান্ট গুরুতর কি না অথবা এসব ভ্যারিঅ্যান্টের কারণে অ্যান্টিবডি নিষ্ক্রিয় হওয়ার কোনো আশঙ্কা আছে কি না, তা জানতে আরও বেশি গবেষণা দরকার।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *