fbpx
হোম বিনোদন করোনার চেয়ে না খেয়ে বেশি মানুষ মারা যাবে: হারুন কিসিঞ্জার
করোনার চেয়ে না খেয়ে বেশি মানুষ মারা যাবে: হারুন কিসিঞ্জার

করোনার চেয়ে না খেয়ে বেশি মানুষ মারা যাবে: হারুন কিসিঞ্জার

0

করোনা ভাইরাস বিশ্বব্যাপী এক মহা সংকটের উপসর্গ। মানুষের হাত বা হাঁচি-কাশির মাধ্যমে প্রবেশ করে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে, একজন থেকে আর একজনের দেহে। এভাবেই আজ গোটা বিশ্ব করোনার থাবায় মৃতপ্রায়। অদৃশ্য এক শক্তির কাছে পরাজয় বরণ সকল মানুষের।

আর এই ভাইরাস বিশ্ব ভ্রমণ শেষে এখন বাংলাদেশে। মহামারি আকারে ছড়িয়ে পড়ছে করোনার ভয়াবহতা। চরম বিপাকে বাংলাদেশের সাধারণ মানুষ।

তাই বাংলাদেশের মানুষকে সচেতনতার আহ্বান জানানোর পাশাপাশি সাধারণদের পক্ষে জোড়ালো বাক্য উচ্চারণ করলেন বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। চেঞ্জ টিভির সঙ্গে একান্ত টেলিফোনে তিনি বলেন, করোনা ভাইরাস কেয়ামতের লক্ষণ। এ থেকে পরিত্রাণের আমি আপাতত কোনো উপায় দেখিনা। বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের চরম অবনতি ঘটবে। এভাবে মানুষ চলতে পারেনা।

বলেন, আমার মনে হয় করোনার চেয়ে না খেয়ে বেশি মানুষ মারা যাবে। এর পরেও সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ যারা চুরি করে তাদের নিয়ে আর কি বলার আছে। যেখানে বঙ্গবন্ধুই নিজের কম্বল পায়নি সেখানে জনগণ আর কী পাবে ?

পুরো সাক্ষাতকার দেখুন… https://www.youtube.com/watch?v=St7818MmXwo

 

Like
Like Love Haha Wow Sad Angry
10

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *