fbpx
হোম অন্যান্য কক্সবাজারের ইজতেমায় লাখো মুসল্লির নামাজ আদায়
কক্সবাজারের ইজতেমায় লাখো মুসল্লির নামাজ আদায়

কক্সবাজারের ইজতেমায় লাখো মুসল্লির নামাজ আদায়

0

কক্সবাজার জেলা ইজতেমার দ্বিতীয় দিনে ডায়াবেটিক পয়েন্টের উত্তরপার্শ্বে মাঠে লাখো মুসল্লিরা জুমার নামাজ আদায় করেছেন। জুমার নামাজের ইমামতি করেন মুফতী মাওলানা মোর্শেদুল আলম।

জুমার নামাজে অংশ নিতে সকাল থেকে কক্সবাজার ও এর আশপাশের এলাকা থেকে মুসল্লিরা পায়ে হেটে ও দুর-দুরান্ত থেকে গাড়ী নিয়ে ইজতেমা ময়দানে আসেন।

এর আগে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। শনিবার ১১ টা থেকে দুপুরের ভেতরে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্টিত ইজতেমার কার্যক্রম শেষ হবে। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে সকাল থেকে বিপুল মানুষের স্রোতের কারণে কক্সবাজার শহরের আশেপাশের সড়কগুলোতে সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। ইজতেমা মাঠে স্থান সংকুলন না হওয়ায় অনেককেই দেখা গেছে খোলা জায়গায় খবরের কাগজ, জায়নামাজ, পলিথিন ও হোগলা বিছিয়ে অবস্থান নিয়েছেন।
ইজতেমাস্থলে সাধারণ মুসল্লিদের নিরাপত্তা দিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ, আনসার ও র‌্যাব সদস্যসহ বিভিন্ন গোয়েন্দাসংস্থার সদস্যরা নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছেন।
ইজতেমা ময়দানে স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট সোসাইটি পানি সরবরাহ ও আগত মুসল্লীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মাঠে অবস্থান করছেন। ইজতেমায় হ্নীলা থেকে আসা আবদুল্লাহ আল খালেদ জানান, আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে ইজতেমায় অংশগ্রহন করলাম। খুব ভালো লেগেছে। ইবাদত বন্দেগী করতে পেরে।

ইজতেমার আয়োজকরা জানান, বিদেশী মুসল্লিসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনেক মুসল্লি বিভিন্ন মেয়াদী চিল্লার নিয়ত করে জামাতবন্দি হয়ে ইজতেমা ময়দানেই রয়েছে। তারা আখেরী মোনাজাত শেষ করে তাবলীগের কাজে বিভিন্ন অঞ্চলে বেরিয়ে যাবেন। মুসল্লিদের সুশৃংখল অবস্থানের জন্য ইজতেমা ময়দানে চটের তৈরি পুরো প্যান্ডেলকে বিভিন্ন খিত্তায় ভাগ করে বিভিন্ন উপজেলাওয়ারী মুসল্লিদের অবস্থানের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। জুমার নামাজে স্থানীয় এমপি, জেলা প্রশাসক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে তিনদিনের জেলা ইজতেমায় মৃত্যুবরণকারী দুই মুসল্লির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জুমার নামাজ শেষে জানাজার নামাজে ইমামতি করেন মুফতি মাওলানা মোরশেদুল আলম। ইজতেমায় মৃত্যুবরণকারী দুই মুসল্লির মধ্যে একজন চকরিয়া ঢেমুশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোছারপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোক্তার আহমদ (৫৭)।
অপরজন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সমিতি পাড়ার কামাল বহদ্দার এর স্ত্রী হান্না (৫০)। জানাজা শেষে তাদের লাশ স্বজনেরা নিয়ে গেছে। নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তৃতা করেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *