fbpx
হোম আন্তর্জাতিক এলিজাবেথের মৃত্যুতে পোপের গভীর শোক
এলিজাবেথের মৃত্যুতে পোপের গভীর শোক

এলিজাবেথের মৃত্যুতে পোপের গভীর শোক

0

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পোপ ফ্রান্সিস গভীর শোক জানিয়েছেন ।

পোপ বলেন, রানির মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি ব্রিটেনসহ কমওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।

এছড়াও তিনি ব্রিটিশ রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি ৭০ বছর রাজত্ব করার পর রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার ব্যালমোরাল প্রাসাদে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানির মৃত্যুর পর তার বড় ছেলে রাজা তৃতীয় চার্লস নাম গ্রহণ করেছেন এবং ব্রিটেন ছাড়াও ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রের প্রধান হয়েছেন।

চার্লস মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, প্রিয় মায়ের মৃত্যু ছিল তার জন্য এক ‘বড় দুঃখের মুহূর্ত।’

৭৩ বছর বয়সি চার্লস ১৯৫২ সালে যুবরাজ হন। রানির মৃত্যুর পর তিনি হলেন ইংল্যান্ডের রাজা। তার উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’এখন যাবে তার বড় ছেলে উইলিয়ামের মাথায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় রানির পরিবার স্কটল্যান্ডের প্রাসাদে জড়ো হয়েছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *