fbpx
হোম অন্যান্য এমপিওভুক্তির ঘোষণা হলো ২৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান
এমপিওভুক্তির ঘোষণা হলো ২৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান

এমপিওভুক্তির ঘোষণা হলো ২৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান

0

২৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গনভবনে দুপুরে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ৯ বছর পর এইসব প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় আসলো বলে জানা যায়। তবে এই সিদ্ধান্ত গত বছরের জুলাই থেকে কার্যকর হবে।

মঙ্গলবার প্রায় এক ঘণ্টার মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, নতুন নীতিমালা অনুযায়ী যোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। যোগ্য বিবেচিত একটি প্রতিষ্ঠানও বাদ যাবে না। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখা হবে না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবেদন বাছাই করে যোগ্য তালিকা তৈরি করা হয়েছে। বিশেষ বিবেচনায় কেবল পিছিয়ে পড়া এলাকার প্রতিষ্ঠানকে বিবেচনা করা হয়েছে। এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট উপজেলার মেধাক্রম অনুসারে সেরা প্রতিষ্ঠানকে বেছে নেয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৭৬৮টি স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠান এমপিও পাচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *