fbpx
হোম আন্তর্জাতিক ‘এভাবে রাশিয়া আর এক বছর যুদ্ধ করতে পারবে’
‘এভাবে রাশিয়া আর এক বছর যুদ্ধ করতে পারবে’

‘এভাবে রাশিয়া আর এক বছর যুদ্ধ করতে পারবে’

0

রাশিয়ার উচ্চক্ষমতা সম্পন্ন মিসাইল ফুরিয়ে আসছে এবং বর্তমানে তারা ইউক্রেনে যে গতিতে যুদ্ধ করছে এভাবে তারা আর মাত্র এক বছর যুদ্ধ করতে পারবে। 

এমনটি দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের প্রধান পরিচালক ভাদইয়াম স্কিবিটস্কি।

দেশটির প্রতিরক্ষার বিভাগের প্রধান পরিচালক দাবি করেছেন, বর্তমানে রাশিয়া তাদের কথিত বিশেষ সামরিক অভিযানে মিসাইল হামলার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে। আর যেখানেও হামলা করছে সেখানে ব্যবহার করছে কেএইচ-২২ রকেট।

এই কেএইচ-২২ রকেট পুরনো সোভিয়েত আমলের অস্ত্র । ১৯৭০ সালের দিকে রকেটগুলো তৈরি হয়েছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান পরিচালক ভাদইয়াম স্কিবিটস্কি ফেসবুকে পোস্টে এ ব্যাপারে বলেছেন,  এটি (পুরনো রকেট ব্যবহার) দেখাচ্ছে রাশিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন মিসাইল ফুরিয়ে আসছে।

তিনি আরও বলেন, রাশিয়ার অর্থনৈতিক যে সম্পদ এখন রয়েছে সেটি দিয়ে তারা বর্তমানে যেভাবে যুদ্ধ করছে সেভাবে আর মাত্র এক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে।

তবে এ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়া একটা সময় হামলা বন্ধই করে দেবে। ওই সময়টায় পশ্চিমাদের রাশিয়া বোঝানোর চেষ্টা করবে যেন তাদের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। কিন্তু কয়েকদিন বিরতির পর তাদের আগ্রাসন শুরু করবে।

তিনি বলেন, রাশিয়ার লক্ষ্য হলো ইউক্রেনের সবকিছু, শুধুমাত্র ইউক্রেন নয়।

সূত্র: বিবিসি

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *