fbpx
হোম জাতীয় এবার সৌদিতে ৭২ জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে
এবার সৌদিতে ৭২ জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে

এবার সৌদিতে ৭২ জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে

0

এ বছর হজ করতে গিয়ে মারা গেছেন ৭২ জন হজযাত্রী।

ধর্ম মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বাংলাদেশ থেকে হজে যাওয়ার পর ১৪ আগস্ট পর্যন্ত ৭২ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন।

এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫ জন, মদিনায় ৬ জন এবং জেদ্দায় একজন। 

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ছিলেন ৬৩ জন এবং নারী ছিলেন ৯ জন।

তথ্যমতে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর বাংলাদেশ থেকে হজ করেছেন মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স এর ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। হজ শেষে এবার তারা দেশে ফেরার অপেক্ষায়।

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ১০ আগস্ট। 

আজ শনিবার (১৭ আগস্ট) থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে। এসব ফ্লাইটের কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *