fbpx
হোম আন্তর্জাতিক ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে না ওমান
ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে না ওমান

ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে না ওমান

0

দখলদার ইসরাইলের সঙ্গে ওমান কখনোই আপোষ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাঈদি। তৃতীয় উপসাগরীয় দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি ওমানের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই। খবর টাইমস অব ইসরাইলের।

সাক্ষাৎকারে দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান সূত্রের ওপর গুরুত্বারোপ করেন বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাঈদি।

তিনি বলেন, এটিই সবচেয়ে ভালো সমাধান এবং আন্তর্জাতিক সমাজ দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে।

এ সময় ইয়েমেন প্রসঙ্গে বুসাঈদি বলেন, ইয়েমেনের সব পক্ষের কাছে গ্রহণযোগ্য পরিকল্পনাকেই কেবল ওমান সমর্থন জানাবে।

প্রসঙ্গত, আমিরাতের পর ওমান ও বাহরাইনকে যত দ্রুত সম্ভব কাছে টানতে চায় ইসরাইল। সেই লক্ষ্যেই নজিরবিহীন তৎপরতা চালাচ্ছে দেশটির কর্মকর্তারা।

বিশ্বের অন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মতো ইসরাইলের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক এতদিন ছিলো না। তবে মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন এই অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোর সঙ্গে ইসরাইলের গোপন ও অনানুষ্ঠানিক যোগাযোগ আছে।

গত বছর প্রথমবারের মতো নিজেদের মধ্যে ‘সম্পর্ক স্বাভাবিক’ করতে একটি চুক্তি করে আমিরাত ও ইসরাইল।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওকালতিতে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে অ্যাখ্যা দেয় ফিলিস্তিনিরা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *