fbpx
হোম জাতীয় ইন্টারনেটে মুরাদের আপত্তিকর মন্তব্যের ৩৮৭ লিংক চিহ্নিত
ইন্টারনেটে মুরাদের আপত্তিকর মন্তব্যের ৩৮৭ লিংক চিহ্নিত

ইন্টারনেটে মুরাদের আপত্তিকর মন্তব্যের ৩৮৭ লিংক চিহ্নিত

0

মন্ত্রিত্ব হারানো মুরাদ হাসানের ‘কুরুচিপূর্ণ ও অশালীন’ মন্তব্যের মোট ৩৮৭টি অডিও-ভিডিও’র ফেসবুক ও ইউটিউব লিংক চিহ্নিত করার কথা আদালতকে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি। এর মধ্যে ফেসবুকের লিংক ২৭২টি এবং ইউটিউবের ১১৫টি।

ইতোমধ্যে ফেসবুকের ১৫টি এবং ইউটিউব দুটি লিংক অপসারণ করা হয়েছে। এ ছাড়া মুরাদ হাসানের ‘আপত্তিকর’ মন্তব্যের আরও ২০০ লিঙ্ক চিহ্নিত করেছে ফেসবুক, যা যাচাই-বাছাই করে দেখছে বিটিআরসি। কমিশনের আইনজীবী খন্দকার রেজা ই রাকিব বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য দেন।

এর আগে মঙ্গলবার আদালত ইউটিউব-ফেসবুসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে মুরাদ হাসানের কুরুচিপূর্ণ, অশালীন মন্তব্যের অডিও-ভিডিও অপসারণের পদক্ষেপ নিতে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ দেন। সেই সঙ্গে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা বুধবার আদালতকে জানাতে বলা হয়। সে নির্দেশনা অনুযায়ী বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা ই রাকিব আদালতে প্রতিবেদন দাখিল করেন। আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারও এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

বিটিআরসির আইনজীবী রেজা ই রাকিব আদালতে বলেন, আদালতের আদেশ নজরে আসার পরই বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার নাসিমের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করেছে। ওই কমিটি ফেসবুক এবং ইউটিউবের সঙ্গে যোগাযোগ করেছে।

এ সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম তখন বলেন, বিটিআরসির একটি ভিজিলেন্স (পরিদর্শক) টিম থাকা উচিত, যাতে বিষয়গুলো নজরদারিতে রেখে প্রয়োজনে নিজেরাই ব্যবস্থা নিতে পারে।

আইনজীবী রেজা ই রাকিব বলেন, বিটিআরসি এ কাজটি একা করতে পারবে না। সেজন্য একটি রেজুলেশনের খসড়া করা হয়েছে। হাইকোর্টের আরেকটি বেঞ্চে তা দাখিলও করা হয়েছে। এটি যখন চূড়ান্ত হবে, তখন এ ধরনের অডিও-ভিডিওর লিংক শনাক্ত করতে সুবিধা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন মৌখিক আরজিতে মুরাদ হাসানের কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্যের অডিও-ভিডিওর ফেসবুক ও ইউটিউব লিংক সরানোর আবেদন করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মন্তব্য করে সম্প্রতি বিএনপি নেতাদের সমালোচনায় পড়েন মুরাদ হাসান। এরপর একটি টেলিফোন আলাপের অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে একজন অভিনেত্রীর সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে এবং হুমকি দিতে শোনা যায়। বলা হচ্ছে, ওই ব্যক্তি মুরাদ হাসান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *