fbpx
হোম আন্তর্জাতিক ‘ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে এখন কথা নয়, ব্যবস্থা নেওয়ার সময়’
‘ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে এখন কথা নয়, ব্যবস্থা নেওয়ার সময়’

‘ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে এখন কথা নয়, ব্যবস্থা নেওয়ার সময়’

0

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে জবাবদিহি ও ব্যবস্থাগ্রহণের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ। 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। খবর আলজাজিরার।

করিম আসাদ বলেন, এখন কথা বলার সময় নয়, এটি ব্যবস্থা নেওয়ার সময়। আন্তর্জাতিক আইন নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে পারে না।

করিম আসাদ আরও জানান, এ পরিস্থিতিতে সুরক্ষার জন্য তৎপরতার সঙ্গে এগিয়ে যেতে হবে এবং জবাবদিহির জন্য জোর দিতে হবে।

তিনি জানান, তিনি রাশিয়া বা ইউক্রেনের পক্ষে বা বিপক্ষে নন। আমরা আইনের পক্ষে—যেটি মানবতার পক্ষে, মানবতা রক্ষার পক্ষে।

আইসিসির প্রধান প্রসিকিউটর আরও বলেন, আমাদের লজ্জা পাওয়া উচিত যে, ২০২০ সালে এসেও আমরা বিশ্বের অনেক জায়গায় সহিংসতা দেখতে পাচ্ছি, যা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের কারণ হতে পারে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *