fbpx
হোম আন্তর্জাতিক আরও শক্ত প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা
আরও শক্ত প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা

আরও শক্ত প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা

0

নিজেদের প্রস্তুতিতে কোন ঘাটতি রাখতে চাইছে না ভারতীয় সেনা। নিজেদের বাহিনীর জন্য আরও ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সেনা।

প্রথম দফায় বরাত দেওয়া ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল ইতিমধ্যেই হাতে পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। নর্দান কমান্ডসহ অন্যান্য বেশ কিছু এলাকায় কর্মরত বাহিনীর হাতে এই রাইফেলগুলো তুলে দেওয়া হয়েছে। সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই দাবি করেছে, সেনাকে দেওয়া বিশেষ আর্থিক ক্ষমতা ব্যবহার করেই দ্বিতীয় দফায় এই ৭২ হাজার আমেরিকান অ্যাসল্ট রাইফেল কেনা হচ্ছে।

বর্তমানে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি ইনসাস রাইফেলের বদলে ভারতীয় বাহিনীর হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেলগুলো তুলে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, নিজেদের বাহিনীর জন্য দেড় লক্ষ অত্যাধুনিক রাইফেল আমদানি করার পরিকল্পনা করেছে ভারত। সন্ত্রাস দমনের পাশাপাশি নিয়ন্ত্রণ রেখাতেও এই রাইফেলগুলো ব্যবহার করবে ভারতীয় সেনা। বাদ বাকি বাহিনীর জন্য আমেঠির অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত একে-২০৩ রাইফেল তুলে দেওয়ার কথা। যদিও এই প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি।

সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের চাহিদা মেটাতে ইজরায়েল থেকে ১৬ হাজার লাইট মেশিন গান কেনার জন্য বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *