fbpx
হোম বিনোদন আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে : তামিম
আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে : তামিম

আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে : তামিম

0

আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে : তামিম
সংবাদ সম্মেলনে কথা বলছেন তানজিদ তামিম। ছবি : মীর ফরিদ
‘বড় তামিম’ নেই; তার জায়গায় এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন ‘ছোট তামিম’ খ্যাত তানজিদ হাসান তামিম। দেশ সেরা ওপেনার তামিম ইকবালের জায়গায় খেলা মানেই বিরাট চাপ। তামিম ইকবালের ইনজুরির কারণে আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও সুযোগ পেতে পারেন ছোট তামিম। আজ বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বললেন, তিনি তার আইডল তামিম ইকবালের পর্যায়ে যাওয়ার স্বপ্ন দেখেন।
দল তাকে সেভাবেই খেলার স্বাধীনতা দিয়েছে।
একজন বাংলাদেশের সেরা ব্যাটার, আরেকজনের পথচলা শুরু হওয়ার অপেক্ষায়। এশিয়া কাপে লিটন দাসের সম্ভাব্য সঙ্গী হিসেবে ছোট তামিমকেই ভাবা হচ্ছে। যদিও আরেক ওপেনার নাঈম শেখ আছেন।
আজ ছোট তামিম বললেন, ‘নামের সঙ্গে মিল থাকায় ছোট থেকে উনার (তামিম) খেলা দেখা হয়েছে বেশি। উনাকে ফলো করেছি। অবশ্যই উনি আমাদের জন্য আইডল। দেখা হলে তিনিও আমাকে উৎসাহ দেন।চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। জায়গাটা ধরে রাখার।’
এশিয়া কাপ উপলক্ষে মিরপুরে রুদ্ধদ্বার অনুশীলন হয়েছে গত কয়েকদিন। ম্যাচ সিনারিও তৈরি করে অনুশীলন করিয়েছেন চন্দিকা হাতুরাসিংহে। বিষয়টা খুব ভালো লেগেছে তামিমের, ‘গেম সিনারিও উপভোগ করেছি।
এতদিন যেভাবে ব্যাটিং করেছি টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে সেভাবে ব্যাটিং করতে বলা হয়েছিল। আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোচও বলেছেন, এতোদিন যে খেলাটা খেলে এসেছি সেটা খেলতে। কোনো ঘাটতি থাকলে তা নিয়ে কথা বলতে। উনি প্রশ্ন করাটা পছন্দ করেন। যাতে সমস্যাগুলো বেরিয়ে আসে।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *