fbpx
হোম ক্রীড়া ‘আমরা মেসির কাছ থেকে এ রকম ব্যবহার আশা করিনি’
‘আমরা মেসির কাছ থেকে এ রকম ব্যবহার আশা করিনি’

‘আমরা মেসির কাছ থেকে এ রকম ব্যবহার আশা করিনি’

0
বিশ্ব ফুটবলের মহাতারকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফুটবল জাদু দিয়ে যিনি সব সময়ই খবরের শিরোনামে থাকেন।
গত কয়েকদিন ধরে তিনি শিরোনামে আছে কাতালান ক্লাব বার্সা ছাড়ার ঘোষণা দিয়ে। ক্রীড়া জগতে বর্তমানে এর চেয়ে আলোচিত আর কোনও সংবাদ নেই।

তবে বার্সেলোনা ছেড়ে যাওয়ার ঘোষণায় মেসির ভক্ত ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই প্রতিক্রিয়া আরও তীব্র হয় বার্সেলোনার প্রাক মৌসুমের প্রথম অনুশীলনে লিওনেল মেসি যোগ না দেওয়ায়।

কাতালান সমর্থকদের অনেকে বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও লিও পেশাদার আচরণ করছেন না বলে মনে করেন বার্সেলোনা ভক্তরা। এদিকে, প্রথম দিনের অনুশীলন বলেই হয়তো, দেখা যায়নি বার্সেলোনার বড় কোন তারকাকেও।

জোয়ান গ্যাম্পার স্টেডিয়ামের বাইরে বেশ বড়সড় একটা জটলা ছিলো। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের ক্যামেরার পাশাপাশি দাঁড়িয়ে সমর্থকরাও। অপেক্ষা বার্সেলোনার ফুটবলারদের জন্য। এখানেই যে শুরু হবে প্রাক মৌসুমের প্রথম অনুশীলন; রোনাল্ড কোম্যানের কাতালান যাত্রা।

কিন্তু বিউগলের করুণ সুর থামিয়ে, ট্রামপেটের আনন্দ ধ্বনি বাজলোনা গ্যাম্পারের আঙিনায়। অপেক্ষার পালা শেষ করে, একে একে আসলেন জেরার্ড পিকে, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ, ওসমান ডেম্বেলেরা। আসলেন না শুধু অপেক্ষার মধ্য মণিতে থাকা লোকটা, লিওনেল মেসি।

সমর্থকেরা বলেন, চলে যেতে চাওয়াটা অস্বাভাবিক নয়। তবে তার একটা প্রক্রিয়া আছে। তার বাইরে গিয়ে এভাবে অনুশীলনে না আসা কোনওভাবেই পেশাদার আচরণ নয়। আমরা মেসির কাছ থেকে এ রকম ব্যবহার আশা করিনি।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *