fbpx
হোম জাতীয় আজ সন্ধ্যায় জানা যাবে আশুরা কবে
আজ সন্ধ্যায় জানা যাবে আশুরা কবে

আজ সন্ধ্যায় জানা যাবে আশুরা কবে

0

১৪৪৪ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা ও আশুরা নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা সোয়া সাতটায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এখান থেকেই জানা যাবে, আশুরা কবে পালিত হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য অবহিত করা হয়।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সাধারণত আশুরা পালিত হয়ে থাকে ১০ মহররম। আশুরার দিন সারা দেশে সরকারি ছুটি থাকে। শিয়ারা বিশেষভাবে দিনটি পালন করে থাকে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *