fbpx
হোম অন্যান্য আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন
আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন

আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন

0

আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন । খ্রিষ্ট ধর্মানুসারীদের বিশ্বাস, এ দিন ত্রাণকর্তার ভূমিকায় পৃথিবীতে আগমন ঘটে যিশুর। নিয়ে আসেন শান্তির বাণী।

রাতে রাজধানীর কাকরাইলের ক্যাথিড্রাল চার্চে প্রার্থনার আয়োজন করা হয়। এতে খ্রিস্টান ধর্মের অনুসারীরা সমবেত হন। অন্য ধর্মের অনুসারীরাও প্রার্থনা দেখতে আসেন। মনোমুগ্ধকর আলোক সজ্জা দেখেও আনন্দ পায় শিশু ও কিশোররা। প্রার্থনায় ফাদার তপন ডি রোজারিও বাইবেল থেকে পাঠ করেন। তিনি বলেন, যিশু ছিলেন সকল মানবের। যিশুর শিক্ষায় মানবতার ধর্মে দিক্ষিত হয়ে আত্মিক উন্নতি লাভ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। কয়েক ধাপে প্রার্থনা ও সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়। বড়দিন উদযাপন ঘিরে চার্চের ভেতরে বাইরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

গির্জায় গির্জায় আজ প্রার্থনা হবে। পৃথিবী তথা মানবতার কল্যাণে মহান যিশুর শান্তির বাণী ছড়িয়ে দেয়া হবে মানুষে মানুষে। আলোকসজ্জা, ক্রিমসাস ট্রি, সান্তাক্লজের উপহার প্রদানে সময় কাটবে আনন্দে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *