fbpx
হোম আন্তর্জাতিক আগামীকাল অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
আগামীকাল অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগামীকাল অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

0

ভারতের রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল বুধবার (৫ আগস্ট) অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তবে রামমন্দির নিয়ে আন্দোলনের পুরোনো যোদ্ধা বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি ও মুরলী মনোহর যোশী নাকি অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পাননি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লি থেকে বিশেষ ফ্লাইটে করে বুধবার সকালে অযোধ্যার উদ্দেশে রওনা দেবেন মোদি। সেখানে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজায় অংশ নেবেন তিনি। অনুষ্ঠানের মূল মঞ্চে মোদির সঙ্গে থাকবেন আরও চার ব্যক্তি। বলা হচ্ছে, রুপার তৈরি একটি ৪০ কেজি ওজনের ইট পুঁতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ধারণা করা হয়েছিল, রামমন্দির স্থাপনের আন্দোলনের পুরোনো নেতা লালকৃষ্ণ আদভানি ও মুরলী মনোহর যোশীকেও এই অনুষ্ঠানে সশরীর উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত নাকি এই দুই বর্ষীয়ান নেতার কেউই আমন্ত্রণ পাননি। বলা হচ্ছিল, সশরীর না হলে অন্তত ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলেও অনুষ্ঠানে থাকবেন দুই নেতা। কিন্তু এ দুই নেতার ঘনিষ্ঠরা বলছেন, সে ব্যাপারেও কোনো কিছু নিশ্চিত হয়নি। কারণ আমন্ত্রণই যে আসেনি!

উল্লেখ্য, রামমন্দিরকে ঘিরে তৈরি বিজেপির মূল অ্যাজেন্ডার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন লালকৃষ্ণ আদভানি। ১৯৯০–এর দশকে রথযাত্রা বের করে মন্দির ইস্যুকে আলোচনার কেন্দ্রে এনেছিলেন আদভানি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদের কাঠামো ধ্বংসের অনুষ্ঠানে প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি। এখনো তাঁর বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংসে মদদ দেওয়ার মামলা চলছে। চলছে মুরলী মনোহর যোশীর বিরুদ্ধেও। অথচ সেই আদভানি ও যোশীকেই ভুলে গেল মোদির বিজেপি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *