fbpx
হোম আন্তর্জাতিক অস্ট্রেলিয়ায় দাবানল : নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
অস্ট্রেলিয়ায় দাবানল : নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

অস্ট্রেলিয়ায় দাবানল : নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

0

অস্ট্রেলিয়ায় চলমান দাবানলে ‘বিপর্যয়কারী’ হুমকির মুখে দুই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে গুরুতর ঝুঁকিতে রয়েছে দেশটির জনবহুল পূর্বাঞ্চল নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ও কুইন্সল্যান্ড অঙ্গরাজ্য। ভয়াবহ এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন তিন জন। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির আশপাশের এলাকায় সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। খবর বিবিসি’র।

সোমবার কুইন্সল্যান্ডের পর নিউ সাউথ ওয়েলসও জরুরি অবস্থা ঘোষণা করে। এই ঘোষণার বলে দাবানল মোকাবিলায় দমকল কর্মকর্তারা সরকারি সংস্থাগুলোর ওপর কর্তৃত্ব করার ক্ষমতাসহ অতিরিক্ত কর্তৃত্ব পাবেন।

এক দশক আগে নতুন অগ্নি সতর্কতা আইন করার পর থেকে এই প্রথম সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে নিউ সাউথ ওয়েলসের কর্তৃপক্ষ। বৃহত্তর সিডনি এলাকা এবং শহরটির উত্তর ও দক্ষিণ এলাকায় ‘বিপর্যয়কর’ সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *