fbpx
হোম বাণিজ্য অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ !
অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ !

অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ !

0

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও দি এশিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত চতুর্থ পর্যায়ের জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের পর মাত্র ২ শতাংশ ব্যবসায়ী মনে করেন শক্তিশালী পুনরুদ্ধারের দিকে যাচ্ছে অর্থনীতি।

মাঝারি মানের পুনরুদ্ধারের দিকে যাচ্ছে বলে মনে করেন ৩১ শতাংশ।আর দুর্বলমানের পুনরুদ্ধারের দিকে যাচ্ছে বলে মনে করেন ৬৭ শতাংশ ব্যবসায়ী। মহামারীর প্রেক্ষাপটে বাংলাদেশের ব্যবসায়ীদের আস্থা ও প্রত্যাশার ওপর সানেম ও দি এশিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ জরিপ পরিচালিত হয়। গতকাল এক ওয়েবিনারের মাধ্যমে এ জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।

ওয়েবিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।তিনি জানান, বাংলাদেশের আটটি বিভাগের ৩৬টি জেলার মোট ৫০৩টি ক্ষুদ্র, ছোট, মাঝারি ও বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওপর এ জরিপ করা হয়েছে।

এর মধ্যে ২৫৩টি উৎপাদন খাতের এবং ২৫০টি সেবা খাতের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান।উৎপাদন খাতের তৈরি পোশাক, টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, হালকা প্রকৌশল ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের প্রতিষ্ঠানগুলো জরিপের অন্তর্ভুক্ত ছিল।

সর্বশেষ জরিপে অংশ নেয়া ২২ শতাংশ ব্যবসায়ী জানিয়েছেন, তারা প্রণোদনা প্যাকেজের সুবিধা পেয়েছেন। ৬৯ শতাংশ জানিয়েছেন, তারা প্রণোদনা প্যাকেজ পাননি।আর ৯ শতাংশ ব্যবসায়ী জানিয়েছেন, তারা প্যাকেজ সম্পর্কে জানেন না।আর জরিপ করা বৃহৎ প্রতিষ্ঠানের মধ্যে প্রণোদনা প্যাকেজ পেয়েছে ৪৬ শতাংশ, মাঝারি ৩০ শতাংশ এবং ৯ শতাংশ ক্ষুদ্র ও ছোট প্রতিষ্ঠান প্রণোদনা পেয়েছে।

জরিপের ফলাফল প্রকাশের এ অনুষ্ঠানে ড. সেলিম রায়হান চামড়া ও চামড়াজাত পণ্য,হালকা প্রকৌশল, পাইকারি ব্যবসা, পরিবহন, তৈরি পোশাক, খাদ্য প্রক্রিয়াজাত ও রিয়েল এস্টেট খাতে অগ্রাধিকার দেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।এ খাতগুলোতে দীর্ঘ সময়ের জন্য সুদহার কমানো, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড গঠনের কথা বলেন।

অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো গত বছরের প্রথম প্রান্তিকে বড় ধসের পর আমরা সার্বিক পুনরুদ্ধার দেখতে পেয়েছি।দ্বিতীয় ঢেউ আসার আগ পর্যন্ত ধারাবাহিক পুনরুদ্ধার দেখা গেছে।কিন্তু পুনরুদ্ধার সবার জন্য এক রকম হয়নি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *