fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা অধ্যক্ষ লাঞ্চিতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেফতার ৫
অধ্যক্ষ লাঞ্চিতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেফতার ৫

অধ্যক্ষ লাঞ্চিতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেফতার ৫

0
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষকে লাঞ্চিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে, মামলায় ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদ জানিয়ে রোববার (৩ নভেম্বর) থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করেন। এ সময় তারা ঘটনার মূল হোতাকে গ্রেফতারসহ সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

পুলিশ জানিয়েছে, লাঞ্চিতের ঘটনায় ছাত্রলীগের ৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত অর্ধশত জনকে আসামি করে শনিবার বিকেলে চন্দ্রিমা থানায় মামলা করেন অধ্যক্ষ। পরে রাতেই হলে অভিযান চালিয়ে ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তার মধ্য থেকে ৫ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ক্লাসে উপস্থিতি কম থাকায় দুই ছাত্রলীগ কর্মীকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ না দেয়ায় ক্ষিপ্ত হয়ে, গতকাল শনিবার দুপুরে অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদকে তুলে নিয়ে গিয়ে পুকুরের পানিতে ফেলে দেয় ছাত্রলীগ নেতা সৌরভ ও তার সহযোগীরা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *