fbpx
হোম রাজনীতি অক্সিজেন সাপোর্ট লাগছে খালেদা জিয়ার
অক্সিজেন সাপোর্ট লাগছে খালেদা জিয়ার

অক্সিজেন সাপোর্ট লাগছে খালেদা জিয়ার

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। দু’দিন ধরে অক্সিজেনেরও প্রয়োজন হচ্ছে তার। মাঝেমধ্যে দুই থেকে তিন লিটার অক্সিজেন প্রয়োজন হয়। অবশ্য সব সময় অক্সিজেন লাগছে না।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শরীরে নতুন করে একটি ‘জটিল রোগ’ দেখা দিয়েছে। যদিও চিকিৎসকরা রোগটির নাম প্রকাশ করতে চাইছেন না। তারা বলছেন, এই চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। আধুনিক বহুমুখী রোগের চিকিৎসা দেওয়ার মতো হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এদিকে, বুধবার খালেদা জিয়া লাইফ সাপোর্টে চলে গেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। লাইফ সাপোর্টে থাকা এক নারীর ছবিকে খালেদা জিয়ার ছবি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অবশ্য বিএনপির পক্ষ থেকে এ খবরটিকে ‘ভুয়া’ হিসেবে দাবি করা হয়।

দলের নেতারা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়ার নামে যে ছবিটি ব্যবহার করা হয়েছে- সেটা তার ছবি নয়। বিএনপির এক নেত্রীর মায়ের মৃত্যুর আগমুহূর্তের ছবিকে খালেদা জিয়ার ছবি হিসেবে গুজব সৃষ্টিতে ব্যবহার করা হয়েছে। এ ধরনের হীন তৎপরতায় জড়িতদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন দলটির নেতারা।

মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, একাধিক রোগ ভর করেছে ৭৭ বছর বয়সী খালেদা জিয়ার। তার দেহে খনিজ অসমতা চরম আকার ধারণ করেছে। প্রধান ইলেকট্রোলাইট, অর্থাৎ সোডিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্লোরিন উপাদানের পরিমাণ কমে গেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *