fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৩১শে মে, ২০২০; ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৬ই শাওয়াল, ১৪৪১
হোম অন্যান্য ৪০ দিনে পুরো কুরআন হিফজ করলেন ৯ বছরের শিশু
৪০ দিনে পুরো কুরআন হিফজ করলেন ৯ বছরের শিশু

৪০ দিনে পুরো কুরআন হিফজ করলেন ৯ বছরের শিশু

0

মুহাম্মদ সাদিক নূর আলম। তার বাড়ি বগুড়া সদর উপজেলার বড় কুমিরায়। বাবা মুহাম্মাদ আতাউর রহমান ও মা আঁখি বেগমের তিন সন্তানের মধ্যে সে দ্বিতীয়।

বগুড়া জেলার সান্তাহার রোডে গোদারপাড়া মাদরাসাতুল উলুমিশ শারইয়্যাহ- এর হিফজ বিভাগের ছাত্র সে। মাত্র ৪০ দিনে পবিত্র কুরআন শরিফের পুরো ৩০ পারা হিফজ শেষ করেছ সাদিক নূর আলম।

এতে প্রকাশ পেয়েছে পবিত্র কুরআনের অলৌকিকতা। আল্লাহ বলছেন, তিনি বান্দার জন্য পবিত্র এ কালামকে সহজ থেকে সহজতর করেছেন। হাফেজ সাদিক নূর আলম আবার সে কথাই প্রমাণ করলো।

সাদিকের বয়স ৯ বছর ৬মাস। সে এতটাই মেধাবী যে প্রতিদিন সর্বনিম্ন ১৫ পৃষ্টা থেকে ১ পারা সবক দিতো। আজ সে কুরআন খতম করেছে।

তার উস্তাদ হাফেজ রঈসুল হাসান শিহাড়ী বলেন, মুহাম্মদ সাদিক নূর আলম অসম্ভব মেধাবী। এমন মেধা সবার হয় না। আমার শিক্ষকতার জীবনে এরকম মেধাবী ছাত্র এটাই প্রথম।

গোদারপাড়া মাদরাসাতুল উলুমিশ শারইয়্যাহ-এর মুহতামিম মুফতি মাহমুদুল হাসান জানান, ছেলেটির বাড়ি বগুড়া সদর উপজেলার বড় কুমিরা। তার বাবা মুহাম্মাদ আতাউর রহমান ও মা আঁখি বেগমের তিন সন্তনের মধ্যে দ্বিতীয় এ বিস্ময় বালক।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।