fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ৬ই জুন, ২০২০; ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১৩ই শাওয়াল, ১৪৪১
হোম অনুসন্ধান অপরাধবার্তা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রোহিঙ্গা আটক
শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রোহিঙ্গা আটক

শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রোহিঙ্গা আটক

0

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে এক রোহিঙ্গা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দিয়েছিলো বলে জানিয়েছে কুয়ালালামপুর পুলিশ।

মঙ্গলবার( ৯ জুলাই)  দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। আটককৃতদের মধ্যে দুইজন মিয়ানমার, একজন ভারত আর একজন ফিলিপাইনের নাগরিক। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রোহিঙ্গা যুবক আবদুল খালেক। পেশায় নির্মাণ শ্রমিক সে। দেশটির পুলিশের ইন্সপেক্টর জেনারেল দাতুক সেরি আব্দুল হামিদ এক বিবৃতিতে জানান, গত ২৪ জুন হুমকিদাতা ঐ রোহিঙ্গা যুবক, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্য।

তার বিরুদ্ধে ১৯৯৭ সালে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, ভুয়া কাগজপত্র ব্যবহার ও মানবপাচার চক্রে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। দেশটির বিভিন্ন জায়গায় গত ২৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে এই ৪ জঙ্গিকে আটক করে মালয়েশিয়ার কাউন্টার টেরোরিজম বিভাগ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।