fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ২৯শে মে, ২০২০; ১৫ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৫ই শাওয়াল, ১৪৪১
হোম বাণিজ্য লাখ টাকার হাট কোটি টাকায় ইজারা নিলেন এক নারী
লাখ টাকার হাট কোটি টাকায় ইজারা নিলেন এক নারী

লাখ টাকার হাট কোটি টাকায় ইজারা নিলেন এক নারী

0

সরকারের আহ্বানকৃত দরপত্র মূল্য ৩৬ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু এই দরের তিন গুণেরও বেশি মূল্য তথা এক কোটি ১৫ লাখ ৫০০ টাকায় একটি অস্থায়ী কোরবানির পশুর হাট ইজারা নিয়েছেন এক নারী।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জের পিডব্লিউডি’র খালি জায়গায় নির্ধারণ করা হয়েছে এই হাটের স্থান। হাটটির জন্য ১৫টি শিডিউলও ক্রয় করা হয়।

তবে সবাইকে তাক লাগিয়ে দিয়ে লাখ টাকার হাট কোটি টাকায় ইজারা নিয়ে নিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির।

সোমবার (৫ আগস্ট) আলীগঞ্জের পিডব্লিউডি’র খালি জায়গার অস্থায়ী কোরবানির হাটের জন্য দরপত্র জমা পড়ে ৫টি। তারমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনিরকে বৈধ ইজারাদার হিসেবে ঘোষণা দেওয়া হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করেন।

সদর উপজেলা সূত্রে জানা গেছে, এবার ১৭টি অস্থায়ী কোরবানির পশুর হাটের জন্য বৃহস্পতিবার একটি বিজ্ঞাপনের মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। এই ১৭টি হাটের বিপরীতে ১শ’ ৪১টি শিডিউল বিক্রয় হয়। যার মধ্যে সোমবার (৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জমা পড়ে ৪৭টি।

জমাকৃত দরপত্র থেকে সর্বোচ্চ দরদাতা ১৬ জনকে ১৬টি হাটের জন্য বৈধ ইজারাদার হিসেবে ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। এছাড়া একটি হাটের জন্য তিনটি দরপত্র জমা পড়লেও সেটি সরকারি নির্ধারিত দরের থেকেও কম মূল্য আসায় তা স্থগিত রাখা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।