fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৮ই এপ্রিল, ২০২০; ২৫শে চৈত্র, ১৪২৬; ১৩ই শাবান, ১৪৪১
হোম রাজনীতি মানহানি মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন
মানহানি মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন

মানহানি মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন

11
0

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে করা মানহানি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার সকালে বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি এ এস এম আব্দুল মুবিনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বেগম জিয়ার জামিন মঞ্জুর করেন। এ মামলায় এর আগে দুই দফায় বেগম খালেদা জিয়াকে জামিন দেন আদালত।

২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে বেগম জিয়া তার বক্তব্যে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেন। এসময় বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর মন্তব্যেরও অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৪ ডিসেম্বর নড়াইল আদালতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

(11)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।