fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৩১শে মে, ২০২০; ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৭ই শাওয়াল, ১৪৪১
হোম অনুসন্ধান অপরাধবার্তা বাড্ডায় বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত
বাড্ডায় বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত

বাড্ডায় বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত

0

রাজধানীর বাড্ডায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত ও আহত দুইজন।

পরিচয় জানা না গেলেও ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মশিউর রহমান বলছেন, বুধবার রাত ২টার দিকে বাড্ডার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে গোলাগুলির ওই ঘটনা ঘটে।  কয়েকদিন আগে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের পোশাক পরা কয়েকজন ডাকাতকে ধরা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের তথ্য পাওয়া যায়।

তিনি বলেন, অভিযানের সময় পুলিশ পৌঁছানোর পর ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি করলে পুলিশও গুলি চালালে তিনজন গুলিবিদ্ধ হয় এবং একজন পালিয়ে যায়।

গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে একজন বৃহস্পতিবার সকালে মারা যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বলেন, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি, র‌্যাবের পোশাক এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।