fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৭ই জুন, ২০২০; ২৪শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১৪ই শাওয়াল, ১৪৪১
হোম ক্রীড়া নিষেধাজ্ঞা থেকে রেহাই পাননি শহীদ ও সানি
নিষেধাজ্ঞা থেকে রেহাই পাননি শহীদ ও সানি

নিষেধাজ্ঞা থেকে রেহাই পাননি শহীদ ও সানি

0

জাতীয় লিগের একটি ম্যাচে অারাফাত সানি জুনিয়রকে থাপ্পড় মারায় ৫ বছরের নিষেধাজ্ঞা হয়েছে শাহাদাত হোসেন রাজীবের।

কিন্তু এবার নিষেধাজ্ঞা পেলেন শহীদ ও সানি। তবে খেলা চালিয়ে যেতে বাঁধা নেই তাদের। কারন ১ বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে শহীদ ও অারাফাত সানি জুনিয়রকে। তারা একটি বছর পর্যবেক্ষণে থাকবেন। শুধু মাঠেই নয় মাঠের বাইরেও তাদের অাচরণ পর্যবেক্ষণে থাকবে। প্রথমে অারাফাত সানি জুনিয়রের কোন দোষ খুঁজে পাওয়া যাচ্ছিল না তবে শুনানিতে স্পষ্ট হলো তারও কিছুটা দায় রয়েছে।

অার ম্যাচ রেফারি জানান, শহীদকে নিয়েই ঘটনার সূত্রপাত হয়। পরে শাহাদাত ক্ষিপ্ত হয়ে সানি জুনিয়রকে থাপ্পড় মারতে শুরু করেন। শাহাদাত গুরুদণ্ড পেলেও বেঁচে গেলেন শহীদ ও অারাফাত সানি জুনিয়র। মাত্র এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল অাবেদীন জানান, শুধু মাঠেই নয় মাঠের বাইরেও চোখ থাকবে এই দু’জনের ওপর। কোন অপ্রীতিকর ঘটনা অাবার ঘটালে তাদের কপালেও অাসবে বড় নিষেধাজ্ঞার থাবা।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর খুলনায় জাতীয় লিগের ম্যাচে বল ঘষে উজ্জ্বল করা নিয়ে কথা কাটাকাটির জের ধরে অফ স্পিনিং অলরাউন্ডার সানিকে মাঠেই থাপ্পর মারেন শাহাদাত। সতীর্থরা একরকম জোর করে শাহাদাতকে মাঠের বাইরে নিয়ে যান। আচরণবিধি লেভেল ৪ ভঙ্গ করার দায়ে ম্যাচ রেফারি শেষ দুই দিনের জন্য ম্যাচ থেকে বহিষ্কার করেন শাহাদাতকে। এবং বড় শাস্তিও পান তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।