fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৩রা জুন, ২০২০; ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১০ই শাওয়াল, ১৪৪১
হোম বিনোদন নতুন ছবি ‘ওয়ার’ মুক্তির ৭ দিনেই আয় ২০০ কোটি রুপি
নতুন ছবি ‘ওয়ার’ মুক্তির ৭ দিনেই আয় ২০০ কোটি রুপি

নতুন ছবি ‘ওয়ার’ মুক্তির ৭ দিনেই আয় ২০০ কোটি রুপি

0

গত ২ অক্টোবর ঋত্বিক রোশন ও টাইগার শ্রফের অভিনীত ‘ওয়ার’ ছবিটি মুক্তি পাওয়ার মাত্র মুক্তির ৭ দিনেই আয় করেছে ২০০ কোটি রুপি।আর এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করে নিলেন ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ।

দারুনভাবে সাড়া পড়েছে নতুন এই ছবিটি।ধারনা করা হচ্ছে শিগগিরই ৩০০ কোটি রুপি আয় করবে এই সিনেমা।
ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ ট্যুইট করে জানিয়েছেন, এ বছরের বেশ কিছু বক্স অফিস ব্লকবাস্টার ছবিকে পিছনে ফেলে দিয়েছে ঋত্বিক ও টাইগারের ওয়ার। অনুমান করা যাচ্ছে শিগগিরই ৩০০ কোটির মাইলফলক ছুঁয়ে নেবে এই সিনেমাটি।

সিদ্ধার্থ আনান্দের পরিচালনায় এই সিনেমায় ঋত্বিক-টাইগার ছাড়াও অভিনয় করেছেন ভাণী কাপুর, অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং আশুতোষ রানা। ২ অক্টোবর ভারতে ৪ হাজার এবং অন্যান্য দেশে ১ হাজার ৩৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ওয়ার’ সিনেমাটি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।