fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০১৯; ২১শে অগ্রহায়ণ, ১৪২৬; ৭ই রবিউস-সানি, ১৪৪১
হোম রাজনীতি দুর্নীতি বেড়ে গেলেই দেশে মশার উপদ্রব দেখা দেয় : রিজভী
দুর্নীতি বেড়ে গেলেই দেশে মশার উপদ্রব দেখা দেয় : রিজভী

দুর্নীতি বেড়ে গেলেই দেশে মশার উপদ্রব দেখা দেয় : রিজভী

13
0

উন্নয়নের নামে দুর্নীতি বেড়ে গেলেই দেশে মশার উপদ্রব দেখা দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (০৯ আগস্ট) সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত দুই সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ, তার জীবন নিয়ে নীলনকশা করছে সরকার।

রিজভী বলেন, বেগম জিয়া দুই সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ। তার এই অসুস্থতা দেখে এটাই মনে হয় সরকার তার জীবন নিয়ে মাস্টারপ্ল্যানে ব্যস্ত রয়েছেন। উন্নয়ন নয়, উন্নয়নের নামে দুর্নীতির বিপুল পরিমাণ টাকা পকেটে ঢুকলেই ডেঙ্গুর মতো প্রাণনাশী বালা মসিবত বেড়ে যায়।

এসময় তিনি আরো বলেন, মশা নিধনে যদি সত্যিকারের কার্যকরী ওষুধ আনা হতো তাহলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেত না। মানুষ বাঁচাতে সরকারের কোনো দায়দায়িত্ব নেই। তারা যেটি করছেন সেটি হলো লোক দেখানো মশা নিধনের নামে ক্যামেরা শুটিং।

(13)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।