fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০; ২৬শে চৈত্র, ১৪২৬; ১৫ই শাবান, ১৪৪১
হোম বিনোদন দিলদারকে নিয়ে অসাধারণ স্মৃতিচারণ করলেন চিত্রনায়িকা নূতন

দিলদারকে নিয়ে অসাধারণ স্মৃতিচারণ করলেন চিত্রনায়িকা নূতন

81
0

বাংলাদেশে আজও মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় প্রয়াত কৌতুক অভিনেতা দিলদার।

সোমবার (১৩ জানুয়ারি) কিংবদন্তী এই অভিনেতার ছিলো ৭৫তম জন্মদিন। অসংখ্য জনপ্রিয় সিনেমাতে কমেডিয়ান হিসেবে অভিনয়ের পাশাপাশি নায়কের চরিত্রেও কাজ করেছেন তিনি।

জন্মদিনে দিলদার অভিনীত ‘আব্দুল্লাহ’ ছবিসহ সাদা-কালো পর্দার সিনেমা এবং তার সাথে কাটানো অসাধারণ স্মৃতিচারণ করলেন ওই ছবিতে নায়িকা চরিত্রে কাজ করা নূতন।

চেঞ্জ টিভি’র সাক্ষাৎকারে তিনি বলেন, দিলদার ভাই এমন একজন গুণী অভিনেতা ছিলেন ,যার মতো আর কখনো কেউ আসবেনা। তাকে সবাই এখনো শ্রদ্ধাভরে স্মরণ করেন। বলেন, তার সাথে এক সময় অনেক জনপ্রিয় সিনেমাতে কাজ করেছি। যা আমার ভাগ্য ছিলো। এমন অনেক ছবি ছিলো যেগুলোতে তিনি না থাকলে ছবিগুলো ব্যবসাসফল হতোনা। কিন্তু দু:খ লাগে যখন কেউ বেঁচে থাকে তখন তার যথাযথ কদর আমরা করতে পারিনা।

চিত্রনায়িকা নূতন  আরও বলেন, আমাকে যখন এই মানুষটার সাথে ‘আব্দুল্লাহ’ ছবির জন্য নায়িকা চরিত্রে কাজ করার বিষয়ে মরহুম বকুল ভাই গল্পটা শোনালেন, তখন আমি নিজে থেকে রাজি হয়েছি। আমি দেখতে চেয়েছি একজন কমেডিয়ান, নায়ক চরিত্রে থাকলে দর্শক কেমনভাবে নেয়। তারপরত যা হলো তা সবাই জানে। অসম্ভব জনপ্রিয়তা পেলো সেই ছবি।

স্মৃতিচারণের সম্পূর্ণ অংশ দেখুন…

https://www.youtube.com/watch?v=2U3yGu0uXxI

(81)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।