fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ৫ই জুন, ২০২০; ২২শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১২ই শাওয়াল, ১৪৪১
হোম গণমাধ্যম জীবনের ঝুঁকি নিয়েও বেতন-বোনাস থেকে বঞ্চিত গণমাধ্যমকর্মীরা
জীবনের ঝুঁকি নিয়েও বেতন-বোনাস থেকে বঞ্চিত গণমাধ্যমকর্মীরা

জীবনের ঝুঁকি নিয়েও বেতন-বোনাস থেকে বঞ্চিত গণমাধ্যমকর্মীরা

0

করোনাকালে থেমে আছে দেশের সার্বিক ব্যবস্থাপনা। জীবনের ঝুঁকি এড়াতে বিভিন্ন পেশার বেশিরভাগ মানুষেরা কাজে যোগ দেননি। তবে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভার্চ্যুয়াল যুগে ঘরে বসেই অফিসের কাজ করছেন।

ভিন্ন চিত্র বাংলাদেশর গণমাধ্যম বিভাগটিতে। পুরোটাই ঝুঁকির মধ্য দিয়ে চলছে দেশের গণমাধ্যম। করোনা পরিস্থিতিতে দিন-রাত মাঠে গিয়ে সংবাদ সংগ্রহ করাই যাদের প্রধান কাজ তাদের অনেকেই এবার ঈদের বোনাস পাননি বলে অভিযোগ উঠেছে। এমনকি কয়েকমাসের বেতনও বকেয়া রয়েছে বলে জানা যায়।

তবে পত্রিকার সার্কুলেশন যেমন কমেছে তেমনি কমেছে বিজ্ঞাপনও। কিন্তু টেলিভিশন চ্যানেলের ক্ষেত্রে উল্টো। দর্শক যেমন বেড়েছে তেমনি বিজ্ঞাপন নিয়েও সংকট নেই বললেই চলে। তবু দেশের ব্যবসাসফল দুই টেলিভিশন চ্যানেল এবার কর্মীদের ঈদ বোনাস দেয়নি। আর দেশের শীর্ষ দুটি পত্রিকা ঈদ বোনাস দিয়েছে তবে অর্ধেক।

এবার ঈদ বোনাস পায়নি এনটিভির কর্মীরা। জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির, ঈদের বোনাস হবেনা বলে আগেই জানিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে এনটিভির সংবাদ কর্মীরা বিদেশে থাকা চেয়ারম্যানকে চিঠি দিয়ে সার্বিক পরিস্থিতির আলোকে, সিদ্ধান্ত পুনঃবিবেচনার অনুরোধও জানায়। কিন্তু সেই আবেদন কাজে আসেনি।

এই দুর্যোগের সময় বোনাস না পেয়ে হতাশ সংবাদকর্মীরা। জানা যায়, এনটিভি বিজ্ঞাপনের মুল্যে শীর্ষে থাকা চ্যানেলগুলোর একটি । এবারের ঈদের সময়ও প্রতিষ্ঠানটি অনেক নাটকসহ ভালো বিজ্ঞাপন পেয়েছে।

একি অবস্থা প্রয়াত মেয়র আনিসুল হকের মোহাম্মদী গ্রুপের প্রতিষ্ঠান নাগরিক টেলিভিশনেরও। দেয়া হয়নি ঈদ বোনাস। গ্রুপের অন্য প্রতিষ্ঠান বন্ধ থাকলেও করোনা ঝুঁকি নিয়ে কাজে করে গেছেন কর্মীরা। বোনাস দেয়া হবে বলেও না পাওয়ায় ক্ষুব্ধ তারাও।

একই অবস্থা প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটির সংবাদকর্মীদের। দেশের সবচেয়ে ব্যাবসাসফল পত্রিকা দুটি ঈদ বোনাস আংশিক দেবে এমনটা ভাবেননি কেউ। কারণ কর্মীদের সুযোগ-সুবিধা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যম আঙিনায় প্রতিষ্ঠান দুটি উদাহরণ তৈরি করেছে। বিগত দিনগুলোতে বোনাস দেয়া হতো দুটি। এবছর দেয়া হয়েছে ওয়েজবোর্ড নির্ধারিত একটি বোনাসের অর্ধেক।

একইভাবে বোনাস না দেয়ার তালিকায় রয়েছে কালেরকণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, টেলিভিশন চ্যানেল নিউজ ২৪সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ছয়টি প্রতিষ্ঠান। এছাড়াও কালের কণ্ঠসহ বেশকয়েকটি গণমাধ্যম বেতন ও বোনাস থেকে বঞ্চিত বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।