fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২০; ২৯শে শ্রাবণ, ১৪২৭; ২২শে জিলহজ্জ, ১৪৪১
হোম আন্তর্জাতিক জম্মু-কাশ্মীরে ভারত গণহত্যা চালাতে পারে: পাকিস্তান
জম্মু-কাশ্মীরে ভারত গণহত্যা চালাতে পারে: পাকিস্তান

জম্মু-কাশ্মীরে ভারত গণহত্যা চালাতে পারে: পাকিস্তান

0

জম্মু-কাশ্মীরে ভারত ‘গণহত্যা’ চালাতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান। জাতিসংঘে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, নয়াদিল্লির সঙ্গে এখন আর দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব নয়, বরং দেশটির সঙ্গে যে কোনো সময় যুদ্ধ বেধে যেতে পারে।

পাকিস্তানের এ অভিযোগের মধ্যেই কাশ্মীরে ফের ভারতীয় সেনাবাহিনীর নির্মম নির্যাতনের খবর প্রকাশ পেয়েছে। তবে এ ইস্যুতে ইসলামাবাদের অভিযোগ ‘মনগড়া কাহিনি’ বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি।

গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর অঞ্চলটি কার্যত অবরুদ্ধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মঙ্গলবার পবিত্র আশুরাও পালন করতে পারেননি তারা।

স্থানীয়রা বলছেন, তাজিয়া মিছিল করতে দিলে কী এমন ক্ষতি হতো বুঝতে পারছি না। এটা ধর্মীয় আচার। কিন্তু ভারতীয় বাহিনী আমাদের সে সুযোগও দেয়নি।

কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনাবাহিনী সাধারণ বাসিন্দাদের অমানবিক নির্যাতন করছে, এমন খবর ফের গণমাধ্যমের শিরোনাম হয়েছে। বিবিসির পর এবার আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

বার্তা সংস্থা এপির বরাতে তারা জানায়, গত এক মাসেরও বেশি সময়ে ভারতীয় সেনারা হাজার হাজার কাশ্মীরি যুবককে আটক করেছে। বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তাদের ধরা হয়। এরপর তাদের নির্জন সেলে নিয়ে পেটানো হয়, দেয়া হয় বৈদ্যুতিক শক।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।