fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০; ২৬শে চৈত্র, ১৪২৬; ১৫ই শাবান, ১৪৪১
হোম আন্তর্জাতিক কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৯ জন নিহত
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৯ জন নিহত

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ১৯ জন নিহত

2
0

স্থানীয়দের রক্ষায় শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি সত্ত্বেও আফ্রিকান দেশ ডিআর কঙ্গোতে আবারও বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এতে স্থানীয়দের মধ্যে অত্যন্ত ক্ষোভ তৈরি হয়েছে। উগান্ডার সীমান্তের নিকটবর্তী বনভূমি অঞ্চল ওচা শহরের কাছে মালেকি গ্রামে বুধবার এ হামলা চালানো হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সের (এডিএফ) সশস্ত্র সদস্যরা এ হামলা করেছে। দোনাত কিবওয়ানা বলেন, হামলার ঘটনায় প্রাথমিকভাবে ১৯ জন নিহত হয়েছেন। তবে ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। এদিকে ওই অঞ্চলে হামলা ঠেকাতে সেনা উপস্থিতি আরও বাড়ানো হয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করে জানান, সরকার ও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এদিকে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বুধবার জানিয়েছে, এক তরুণ বিক্ষোভকারীকে তাদের এক সেনা হত্যা করেছে, এমন তথ্যপ্রমাণ পাওয়ার পর তারা একটি তদন্ত চালাচ্ছে। মিশনের এক মুখপাত্র বলেন, ‘আমাদের কাছে যেসব প্রমাণ রয়েছে, তাতে এই আভাস দিচ্ছে যে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ঘটনায় ব্লু হেলমেট।’

(2)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।