fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৩১শে মে, ২০২০; ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৬ই শাওয়াল, ১৪৪১
হোম আন্তর্জাতিক ওয়াশিংটন প্লাবিত
ওয়াশিংটন প্লাবিত

ওয়াশিংটন প্লাবিত

0

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিওতে এক ঘণ্টার বৃষ্টিতেই সম্পূর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এমনকি হোয়াইট হাউসের বেসমেন্টেও ঢুকে পড়েছে বন্যার পানি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

 বিপজ্জনক পরিস্থিতিতে সকলকে উঁচু জায়গায় আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মার্ক চেনার্ড বলেন, ১৮৭১ সালের পর গতকালের বৃষ্টি নিয়ে সপ্তমবার জুলাই মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।পানি ঢুকে পড়ায় ওয়াশিংটনে অবস্থিত জাদুঘর ও স্মৃতি সংগ্রহশালাগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে।এছাড়াও মেট্রো স্টেশনগুলোতে সিলিংয়ের মাধ্যমে ভেতরে পানি ঢুকে গেছে। ফলে সেবা ব্যাহত হচ্ছে।

এদিকে, বিশেষ এ অবস্থায় পানিতে আটকে পড়া ১৫ গাড়ির চালককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসির ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বিভাগ।

প্রসঙ্গত, ৮ জুলাই সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যেই রেগন ন্যাশনাল এয়ারপোর্ট এলাকায় ৩.৫ ইঞ্চি বৃষ্টি হওয়ায় পানি জমে গেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।