fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৩রা জুন, ২০২০; ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১০ই শাওয়াল, ১৪৪১
হোম গণমাধ্যম এসএ টিভি’র বার্তাকক্ষ বন্ধের দ্বারপ্রান্তে…
এসএ টিভি’র বার্তাকক্ষ বন্ধের দ্বারপ্রান্তে…

এসএ টিভি’র বার্তাকক্ষ বন্ধের দ্বারপ্রান্তে…

0

বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি’তে বকেয়া রয়েছে ৬ মাসের বেতন । আবার ধারাবাহিকভাবে চলছে চাকুরিচ্যুতিও। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা দেনদরবার করেও সুরাহা মেলেনি। ফলশ্রুতিতে শনিবার প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন করে কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধন থেকে, অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করার আহবান জানানো হয়। সেই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে চাকুরিচ্যুতিরও নিন্দা জানান সাংবাদিক নেতারা। খোঁজ নিয়ে দেখা গেছে, এসএ টিভি’র অনুষ্ঠান বিভাগে প্রতি সপ্তাহে দু একটি নতুন অনুষ্ঠান নির্মিত হলেও ভেঙ্গে পড়েছে বার্তা বিভাগের শৃঙ্খলা। বেতন পরিশোধ করতে না পারায় ইতোমধ্যে কাজের প্রতি আগ্রহ হারিয়েছেন বার্তা বিভাগের কর্মীরা।

এসএ টিভি’র বুলেটিনগুলোতেও আর আগের মতো প্রচার করা হচ্ছেনা স্পেশাল রিপোর্ট, টক-শো’তেও জৌলুস নেই আগের মতো। সবমিলিয়ে তীব্র অসন্তোষে ভেঙ্গে পড়েছে চ্যানেলটির বার্তা বিভাগের কাজের গতি।

এ প্রসঙ্গে এসএ টিভি’র সিইও সালাউদ্দিন জাকি বলেন, মালিকপক্ষ সমস্যা সমাধানের চেষ্টা করছেন, শিগগির সুরাহা হয়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক খবরপাঠক ও রিপোর্টার জানান, অনিয়মের প্রতিবাদ করলেই চাকুরিচ্যুত করা হচ্ছে, চাকুরিচ্যুতির ক্ষেত্রেও মানা হচ্ছেনা নিয়মবিধি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।