fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২০; ১৬ই ফাল্গুন, ১৪২৬; ৩রা রজব, ১৪৪১
হোম আন্তর্জাতিক ইরানের সঙ্গে সমঝোতা করা কঠিন : ট্রাম্প
ইরানের সঙ্গে সমঝোতা করা কঠিন : ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতা করা কঠিন : ট্রাম্প

10
0

ইরানের সঙ্গে নতুন একটি চুক্তি করা কঠিন হয়ে পড়েছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, তারা (ইরানিরা) আমাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করছেন। এ অবস্থায় তাদের সঙ্গে কোনো সমঝোতায় যাওয়া আমার জন্য কঠিন হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ইরানের ব্যাপারে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্যও ওয়াশিংটনের প্রস্তুতি রয়েছে।

এছাড়া ১৭ জন সিআইএ’র গুপ্তচরকে গ্রেফতার ও এসব গুপ্তচরদের কয়েকজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার যে দাবি করেছে ইরান ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন।

এক টুইট বার্তায় ট্রাম্প জানান, ইরানের এই দাবি একেবারেই মিথ্যা। এর মধ্যে বিন্দুমাত্র সত্য নেই। এটি তাদের ধ্বংসের মুখে পড়ে যাওয়া ধর্মীয় শাসনের ড্রোন ভূপাতিত করার মতোই আরেকটি মিথ্যা ও বানোয়াট প্রচারণা। এমনকি তাদের অর্থনীতিও আজ ধ্বংসের পথে।

(10)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।