fbpx
হোম ট্যাগ "ব্লাকহোল"

৭০০ কোটি বছর আগের ব্লাক হোলের খোঁজ !

প্রাচীনতম এক কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন ‘ইউরোপিয়ান গ্র্যাভিটেশনাল অবজারভেটরি’র জ্যোতির্বিজ্ঞানীরা। এর নামকরণ করা হয়েছে ‘জিডব্লিউ ১৯০৫২১’। দেড় হাজার বিজ্ঞানী যুক্ত ছিলেন এই গবেষণায়। তাদের গবেষণাপত্রের অন্যতম লেখক স্ট্যাভরোস কাৎসানেভাস বলেন, ‘ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর কীভাবে তৈরি হয়, সে রহস্য সমাধানে হয়তো মুখ্য ভূমিকা নেবে এই আবিষ্কার। বিজ্ঞানীরা জানাচ্ছেন, ৭০০ কোটি বছর আগে যখন এই কৃষ্ণগহ্বরটির জন্ম...বিস্তারিত