fbpx
হোম জাতীয় ৬ জেলা বন্যামুক্ত, পরিস্থিতির উন্নতি হবে আরও ১২ জেলায়
৬ জেলা বন্যামুক্ত, পরিস্থিতির উন্নতি হবে আরও ১২ জেলায়

৬ জেলা বন্যামুক্ত, পরিস্থিতির উন্নতি হবে আরও ১২ জেলায়

0

গত ৪ আগস্ট দেশের ১৮টি জেলা বন্যাকবলিত ছিল। তিনদিনের ব্যবধানে বন্যামুক্ত হয়েছে ৬টি জেলা। বর্তমানে বন্যাকবলিত রয়েছে ১২টি জেলা। তিনদিন আগেও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ১৭টি নদ-নদীর পানি। বর্তমানে তা ১২টিতে নেমে এসেছে। এছাড়া তিনদিন আগে ২৭টি স্টেশনে পানি বিপৎসীমার ওপরে থাকলেও এখন রয়েছে ১৬টি স্টেশনে। তুলনা করে বোঝাই যাচ্ছে যে, দেশের বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে।

আজ শুক্রবার (৭ আগস্ট) ও গত মঙ্গলবারের (৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ঢাকার আশেপাশের নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এছাড়াও ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কমছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মনু নদী ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের উজানে মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে।

সব দিক বিবেচনা করে আশা করা যাচ্ছে- আগামী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরীয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *