fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা ৫ বছরের সাজার আসামি ৮ বছর পর গ্রেফতার
৫ বছরের সাজার আসামি ৮ বছর পর গ্রেফতার

৫ বছরের সাজার আসামি ৮ বছর পর গ্রেফতার

0

দীর্ঘ ৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা পলাতক আসামি আব্দুল জলিল মোল্লার।  পুলিশের হাতে ধরা পড়লেন ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল জলিল মোল্লা (৪৫)।

ঘটনার বিবরণে জানা যায়, ধৃত আসামি
বিআরটিসি’র বাস চালক আব্দুল জলিল মোল্লা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ধলাই গ্রামের মোঃ আব্দুস সামাদ মোল্লার ছেলে। ২০০৭ সালে বিআরটিসি’র বাসের চাপায় পথচারী নিহতের ঘটনায় ২০১১ সালে পঞ্চগড় জেলা আদালত চালক আব্দুল জলিল মোল্লাকে ৫ বছরের সাজা প্রদান করে।

সাজা ঘোষণার পর থেকেই আসামি পলাতক ছিল। এএসআই আব্দুর রহমানের অনুসন্ধানে গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান জানা যায় । পরে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের দিক নির্দেশনায় আসামিকে ধরতে টিম গঠন করা হয়।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে আসলাম হোসেন (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং), এএসআই আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পাবনা জেলার বেড়া থানায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ২টায় পলাতক আসামি আব্দুল জলিল মোল্লাকে বেড়ার নাকালিয়া থেকে গ্রেফতার করা হয়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, আটককৃত আসামি আব্দুল জলিল মোল্লাকে গতকাল শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *