fbpx
হোম জাতীয় ৫২ বছরে কোনো দলই জেলকোড সংশোধন করেনি: হাইকোর্ট
৫২ বছরে কোনো দলই জেলকোড সংশোধন করেনি: হাইকোর্ট

৫২ বছরে কোনো দলই জেলকোড সংশোধন করেনি: হাইকোর্ট

0

দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর। এই সময়ে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, বিদায়ও নিয়েছে। কিন্তু শত বছরের পুরনো জেলকোড সংশোধন করেনি কেউ। নাশকতার মামলায় গ্রেফতার যুবদল নেতা কলেজের শিক্ষককে ডান্ডাবেরি পড়ানোর ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার (৩ ডিসেম্বর) এ মন্তব্য করেন।
রিটকারী পক্ষের কৌসুলি অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী বলেন, জেলকোড একশত বছরের পুরনো। কিন্তু এ আইনে আজও কোনো সংশোধন করা হয়নি। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, আপনারা (রাজনীতিবিদ) তো জনগণের ভোটে বিজয়ী হয়ে সংসদে যান। কিন্তু মানুষের কল্যাণে কতটুকু কাজ করেন? দেশ স্বাধীন হয়েছে কিন্তু আজও কেন জেলকোড সংশোধন করে যুগোপযোগী আইনে পরিণত করতে পারলেন না। তিনি আরও বলেন, আমাদের দেশের সংস্কৃতি তো ভিন্ন। সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হলেও তা আইন দ্বারা নির্ধারিত।
এজে মোহাম্মদ আলী বলেন, রাষ্ট্রপরিচালনার মূলনীতির মধ্যে মানবসত্ত্বার মর্যাদা রক্ষার কথা বলা হয়েছে। কিন্তু এ কলেজ শিক্ষককে ডান্ডাবেরি পরিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সেই চিকিৎসা অসম্পূর্ণ রেখেই আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি একটি মামলায় জামিন পেলেও তাকে অন্য মামলা শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
এজে মোহাম্মদ আলী বলেন, এই সরকারের আমলে মৃত বা হারিয়ে যাওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে। সানাউল্লাহ মিয়া কয়েক বছর আগে মারা গেলেও তাকে নাশকতার মামলার আসামি করা হয়েছে। সরকার প্রতিনিয়তই সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের লঙ্ঘন করে চলেছে।
শুনানিতে আদালত বলেন, ডান্ডাবেরি কোন ধরনের আসামিকে পরানো যাবে, সেই বিষয়ে অ্যাপেক্স কোর্টের গাইডলাইন রয়েছে। শুনানি শেষে হাইকোর্ট আগামীকাল সোমবার আদেশের জন্য দিন ধার্য রেখেছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার যশোর যুবদলের নেতা আমিনুল ইসলাম মধুকে ডান্ডাবেরি পরিয়ে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়।

 

 

 

 

ইত্তেফাক

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *