fbpx
হোম অন্যান্য ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবিতাসন্ধ্যা
৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবিতাসন্ধ্যা

৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্রের কবিতাসন্ধ্যা

0
ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতাসন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত কবিতাসন্ধ্যা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।
সংগঠনের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, ছড়াকার রতন খান, কবি সাংবাদিক জি এম সজল, কথাসাহিত্যিক হোসনে আরা মণি। কবিতাসন্ধ্যায় স্বরচিত কবিতা পাঠ করেন—খন্দকার বজলুর রহিম, মীর আব্দুর রাজ্জাক,আজিজার রহমান তাজ, মামুন রশীদ, আমির খসরু সেলিম, শ্যামল পাল, হাদিউল হৃদয়, এস এম আনিছুর রহমান, রাহাতুল আলম, আবু রায়হান, রনি বর্মন, হিরুণ্য হারুন, সাফওয়ান আমিন, শৈবাল নূর, ডালিম রায়, ইউসুফ আলী, অরণ্য রাসেল, রাণী পাল, নাজমা আকতার, প্রতত সিদ্দিক, হাসি, শুভ্রা সাহা, আরফিন আকতার প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী অলক পাল এবং শাহানূর শাহীন। প্রধান অতিথি কবি সুদীপ কুমার চক্রবত্তীর্ নিজের কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন। প্রত্যেক কবিকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তীর্কে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। কবিতাসন্ধ্যা এবং আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী অলক পাল এবং বাচিক শিল্পী শাহানূর শাহীন।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *